কারিগরি ত্রুটির কারণে University of Skill Enrichment and Technology (USET) এর মূল ওয়েবসাইট uset.ac.bd সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য বিকল্প ওয়েবসাইট usetbd.ac চালু করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, ফলাফল, নোটিশ, বিজ্ঞপ্তি এবং গুরুত্বপূর্ণ তথ্য usetbd.ac ওয়েবসাইটের মাধ্যমে দেখা ও ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে
রেজিস্টার
ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি
নারায়ণগঞ্জ।